মিছা ভবের খেলায় রঙ্গ তামাশায়

মিছা ভবের খেলায় রঙ্গ তামাশায় হেলায় দিন
গেল রে মন।। ধু।।
উত্তরিতে ভবনদী পথের করেছি কি আয়োজন (চি)
এ ধনে কররে যতন স্ত্রীপুত্র ধন দালান কোঠা
টাকা পয়সা যত মিছে আয়োজন৷
কে দেখেছ সঙ্গে নিতে, মন রে সূচীর অগ্ৰে এক কণ।।
মিছা জীবন যৌবন গেলে ফিরে আসে নি কখন৷
পোষা পাখী উড়ে গেলে পড়ে রবে শুধু তন।।
যে দেশে সে পাখীর বাসা, সে দেশে যাবার আছে কি ধন
হরিনাম নাম নিত্য কর হরি সংকীর্তন৷
সাধনের ধন চিন্তামণি ব্রজের মদন মোহন৷
শ্ৰীরাধারমণ ভনে হরি নামের মালা কর ধারণ।।

[প্রার্থনা]