মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী

মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী
উচ্চ পুচ্চ তুলে নাচে ময়ুর ময়ুরী
আমরা যেন নিতই নিতই শ্যামরূপ হেরি
তরুয়া কদম্ব ডালে ডাকে শুকশারি৷
প্ৰেমানন্দে সখীবৃন্দে দেয়রে করতালি৷
রাধাশ্যাম মিলন হইল বলো হরি হরি৷
ভাইবে রাধারমণ বলে সদায় চিন্তিয়া মরি-
জন্মবধি কইলাম চিন্তা পাইলাম গো শ্ৰীহরি।।

[মিলন]