মন চল চৈতন্য দেশে

মন চল চৈতন্য দেশে, জন্ম মরণের ভয় নাই সেই দেশে।। ধু।।
সদা নিত্যানন্দ নিত্যরসে।। চি।।
সে দেশের বসতি যারা, হিংসা নিন্দা কৈতব ছাড়া৷
চেতন থাকতে যারা সদা কৃষ্ণ প্ৰেমানন্দে ভাসে৷
অনিত্য সংসারে আশা, স্ত্রী পুত্ৰ ধনের ভরসা৷
নদীর কূলে ঐ দেখ বাসা, আর কয় দিন রবে এ নিবাসে৷
রাধারমণের ভাঙ্গাতরী, শ্ৰীগুরু হয় কান্ডারী৷
বেলা থাকিতে ধরা পাড়ি, বার বেলায় ঠেকিবে শেষে।।

[গৌরপদ]