মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে

মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে।। ধু।।
কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে।। চি।।
বাঁশির সমান নাই গো মধু বাঁশি উগরয়ে প্ৰেম সিন্ধু
মজাইছে কুলবধূ কতই মধু বাঁশির মাঝে।।
বিধুমুখে মধুর হাসি উদাসী করিয়াছে মনে লয়৷ তার সঙ্গে যাইতাম
গৃহকাজে মন না সাজে।। ১।।
কি দিয়ে সৃজিল বিধি এমন অমিয়া নিধি
হরিয়া নিল বলবুদ্ধি প্ৰাণ উচাটন দেহের মাঝে
বাঁশি নয় গো কালভুজঙ্গে অঙ্গে দংশিয়াছে
আমি বাঁশির জ্বালা সইতে নারি কহিতে নারি লাজে।। ২।।
যে অধরে বংশী ধরে মনে লয় পাইতে তারে
যত্ন করি রাখতেম ভইরে রসরাজকে হিয়ার মাঝে
কৃষ্ণচন্দ্র রসের রাজা বৃন্দাবনের মাঝে
বলে রসের কাঙালি রাধারমণ রসরাজকে পাই নে খুঁজে।। ৩।।

[পূর্বরাগ]