মনাগুনে দগ্ধ হইয়া

মনাগুনে দগ্ধ হইয়া আমি মরি রে সুবল সখা,
ব্ৰজেশ্বরী রাধা৷ ধুয়া।।
সুবলরে আমি মইলে ঐ করিও রাখিও রে তামালে,
জলের ছলে আসবা পেয়ারী আমাকে দেখিতে৷
আমি মইলে ঐ করিও না পুড়াইও না ভাসাইও জলে
আমারে লটকাইয়া থইও তামালের ডালে৷
ভাই বলি তোমারে রে সুবল দাদা বলি তোরে,
ব্ৰজেশ্বরী রাই কিশোরী আনিয়া দেও আমারে৷
হাত দিয়া দেখরে সুবল আমার শরীরে
দাহ দাহ করি জ্বলছে অনল ঐ দেহার মাঝারে৷
ভাবিয়া রাধারমণ বলে আমার না পুরিল আশা,
বিধিয়ে যদি দয়া করে পুরব মনের আশা।।

[বিরহ]