মনের মানুষ এ দেশেতে নাই

মনের মানুষ এ দেশেতে নাই প্ৰাণসখী বল গো মোরে-
কারে দেখি প্ৰাণ জুড়াই।। ধু।।
কার কাছে কই মন বেদনা এমন সুহৃদ কেউ নাই
জলে যাইতে হরির মানা ঘরে বসি কাল কাটাই৷
হাটিয়া যাইতে আছাড় খাইয়া বুকের মাঝে দুঃখ পাই
কার কাছে কই মনোদুঃখ এমন বান্ধব জুড়ি না পাই৷
হাটি যাইতে পাড়ার লোকে আমার মন্দ যায় রে গাই
এমন আমি পাই না কারে যারে কইয়া বুক জুড়াই।।
ভাবিয়া রাধারমণ বলে শুন গো ধনী রাই
আমি ঝাপ দিমু যমুনার জলে এদেশে দরদী নাই।।

[পূর্বরাগ]