মনের মানুষ না পাইলে

মনের মানুষ না পাইলে
মনের কথা কইয়ো না-
প্রাণ-সজনি, না না না।।
কুসঙ্গীয়ার সঙ্গ ছাড়ো,
হায় রে, সদায় গুরুর সঙ্গে ধরে গো৷
ওরে রঙেঙ্গর গুটি চালান কইরে
বন্ধ কইরো না।।
যদি তোমার ভাগ্যে থাকে-
হায় রে, মনের মানুষ পাইবে বসে গো৷
ওরে, অসময়ে চলতে গেলে
কেও তো চলবে না৷
ভাইবে রাধারমণ বলে,
হায় রে, মনের মানুষ ধরতে গেলে গো-
ওরে, মনের মানুষ ধরতে গেলে
ধরা দিব না।।

[সহজিয়া]