মনের মানুষ পাবি নি গো ললিতে বল না

মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
মানুষ মিলে মন মিলে না, হায় গো
মনের মানুষ পাইলাম না৷
আমার উপায় বল না কার ঠাঁইন বলিব সখী চিত্তের বেদনা
সুখের সময় সবাই সুহৃদ দুঃখের দুঃখী দেখি না।।
কারে সখী করি আপনা ব্ৰহ্মার দুর্লভ প্ৰেম সামান্যে জ্বলে না
আত্মসুখে সুখী জগৎ পরার দুঃখ বুঝে না।।
মানুষ সাধন হইল না এ দেশেতে মনের মত মানুষ পাইলাম না৷
মানুষে গো প্ৰাণ সঁপিব রাধারমণের এই বাসনা৷

[সহজিয়া]