না আসিয়া মনচোরা নিশি হইল ভোর

না আসিয়া মনচোরা নিশি হইল ভোর
পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর।।
কোকিলার রব শুনিতে মধুর
কুহু কুহু রব করি ডাকিল ময়ূর৷
বাসি হইল ফুলের মালা তামুল কপূর
আসা পথে চাইয়া থাকি দুইটি আঁখি ঘোর।।
মনের আশা মনে রইল হিয়া জ্বলে ঘোর
রাধারমণ বলে সে তা হয় না ঘটের ঠাকুর।।