নামামৃত রে মন পান কর সদায়।। ধু।।
ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই।। চি।।
হরির নামের আকাশে, জীবের পাপতাপ নাশে
শমন ভুবন গমন মুক্ত হইয়ে যায়৷
শ্রবণ কীৰ্তন জলে ভক্তি লতা বাড়ে তায়৷
নাম ভক্তি লতার মূল, কার অনৰ্থ নির্মূল
কৃষ্ণপদ প্ৰকল্পবৃক্ষে বৃন্দাবনে যায়
সাধুসঙ্গে অনুপানে প্রেমের কলি ফুটে তায়৷
নামে পঞ্চারসের ফুল, ফুলের নাহি টলাটল৷
লতা অবলম্বী মালি আস্বাদন পায়৷
শ্রীরাধারমণে ভনে নাম বিনে আর গতি নাই৷
[গৌরপদ]