নিদিয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে

নিদিয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে-
শ্যাম, প্রেম-জ্বালা কেনে দাও বারে বার৷
ওরে, ধৈৰ্য্যধারা নাই মানে অন্তরে আমার রে।।
আর পুর্বে আইসবে বলেছিলে,
এখন কারা ভাবে তোর মন মজাইলে৷
ওয়রে তোমারি কারণে অন্তর
জ্বালিয়া ছার-খার রে।।
আর আগে বন্ধে আশা দিয়া
কত রঙে ঢঙে তার মন মজাইয়া
ও তোর রঙ-যৌবন আর কতই দিন
করিবায় বেহার রে।।
আর ভাইবে রাধারমণ বলে-
মনের মানুষ পাই না এ সংসারে৷
ওয়রে, মনের মতন রসিক পাইলে
হাইতাম সঙ্গী তার রে।।

[বিরহ]