নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে

নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে
চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে।। ধু।।
আমি থাকি নিদ্রা ঘোরে স্বপ্নে দেখি রসরাজ রে
পুষ্প শয্যা ছিন্ন ভিন্ন চিহ্ন আছে বসনে!
গলেতে মুক্তার মালা কটিতে কিন্ কিন্ শোভা
রুনু ঝুনু শব্দ করে নেপুর চরণে!
ভাইবে রাধারমণ বলে ঐ রূপেতে জগৎ ভুলে
ভুবন আলো করিতেছে৷ ঐ রূপ মদনমোহন।।

[বিরহ]