নিতাই উদয় নদীয়ায়

গৌর নিতাই উদয় নদীয়ায়।। ধু।।
কাঁচাসোনা গৌর বরন, ভাইর ভাবে কানাই বলাই।। চি।।
সুরধুনীর দুই ধারে নবদ্বীপ আর শান্তিপুরে
মহাযোগী অদ্বৈতের ঘরে তিনে একরূপ দেখা যায়৷
নিত্যলীলারসে মাজে দেবাদিদেবগণ সেজে
শ্ৰীবাসের আঙ্গিনার মাঝে হাসে কান্দে নাচে গায়৷
শচীর সূত নন্দের নন্দন, যেই নবদ্বীপ সেই বৃন্দাবন
যুগল কুণ্ড আর গিরি গোবর্ধন জাহ্নবী যমুনা প্ৰায়৷
লাখে লাখে পুরুষ নারী বলতে আছে গৌর হরি৷
কি আনন্দ নৈদেপুরী ভাইবে রাধারমণ গায়।।

[গৌরপদ]