নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো

নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
নিরুপম রূপমাধুরী পীত বসনে৷
মনোহর নটাবর ত্রিভঙ্গ ভঙ্গিমে
শিরে শিখিপাখা শোভে বংশীবদনে৷
নয়নে লাগল রূপ হানল পরানে
পাসরা না যায় রূপ শয়নে স্বপনে৷
নয়নে নয়নে দেখা হইল যেদিনে
সে অবধি প্ৰেমাঙ্কুরে শ্ৰী রাধারমণে।।

[পূর্বরাগ]