নদীয়া নগরে আজি মঙ্গল জুকার

নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
ভিক্ষার কারণে গেলা জননীর নিকট৷
ভিক্ষা দেহি ভিক্ষাং দেহি বসিতে লাগিলা
ফল তন্তুল দিয়া ভিক্ষা জননীয়ে দিলা৷
রজত কাঞ্চন দিলা ঝুলিতে ঢালিয়া
ভিক্ষা লইয়া চলিয়া গেলা গুরুরও সদনে৷
গুরুকে দক্ষিণা দিলা ধরিয়া চরণে
পুর্নবার যাও বাছা ভিক্ষার কারণে৷
ভিক্ষাহেতু চলিয়া গেলা গৃহেরও দারে
স্বর্ণখাল ভরিয়া ভিক্ষা জননীয়ে দিলা৷
ফলমূল দিয়া মায়ে ডালারে ভরিয়া
ভগিনীয়ে দিলা ভিক্ষা যতন করিয়া৷
তারপরে দিলা ভিক্ষা ব্ৰজবাসিগণ
ভিক্ষা লইয়া ব্ৰহ্মচারী আশ্রয়েতে গেলা৷
ভাইবে রাধারমণ বলে বামনের চরণে
অন্তকালে তারাইও প্ৰভু নারায়ণে।।