নয়ন ঠারে হেরো গো
সখী আখি ঠারে হের
নয়নে লাগাইয়া রূপ গোপনে রাখিও গো।।
যদি চাও কুলমনের ভয় যাইও না তার ধার৷
কিবা হারও কুলমান কিবা প্ৰাণে মর গো।।
ভাইবে রাধারমণ বলে রূপ আছে
আর এই রূপ সামান্য নয় চিনিয়া সাধন কর গো।।
[পূর্বরাগ]
নয়ন ঠারে হেরো গো
সখী আখি ঠারে হের
নয়নে লাগাইয়া রূপ গোপনে রাখিও গো।।
যদি চাও কুলমনের ভয় যাইও না তার ধার৷
কিবা হারও কুলমান কিবা প্ৰাণে মর গো।।
ভাইবে রাধারমণ বলে রূপ আছে
আর এই রূপ সামান্য নয় চিনিয়া সাধন কর গো।।
[পূর্বরাগ]