ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

ও পাষাণ মন কোন্ সাধনে যাবে বৃন্দাবন৷
কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
কোন্ মানুষ ত্রিপুন্নীর জলে বিনয়ে করছে ভ্ৰমণ৷
ছাইয়ার কাছে পা না দিলে মুখের কথায় কি চৈতন মিলে
গাছে গোড়ায় ঠিক না থাকিলে অকালে হয় তার মরণ৷
ভাবিয়ে রাধারমণ বলে গোবর্ধনের অন্তরালে
আছে মানুষ নির্বিরলে ধেয়ানে পায় যোগিগণ৷

[সহজিয়া]