ও প্ৰাণসই শুন সজনী শ্যামের বাঁশি বাজল কই

ও প্ৰাণসই শুন সজনী শ্যামের বাঁশি বাজল কই
এগো কৰ্ণমূলে প্রবেশিয়া দংশিল আমারে গো সই-
শুকনা বাঁশের বাঁশি ফুকারিছে মধুর হাসি
এগো সই বাঁশি ভুজঙ্গ হইয়া দংশিল আমারে
রাধারমণ বলে এগো রাই বাঁশির কোনা দুষ নাই
নাটের গুরু শ্যাম কালিয়া সে বড় উতল গো সই।।

[পূর্বরাগ]