ও রূপ লাগিল নয়নে বন্ধু

ও রূপ লাগিল নয়নে বন্ধু বিনে প্ৰাণ বাঁচে না না না না না
ঘরে আছে কুলবধূ মুখে নাহি সব মধু
কি মধু খাওয়াইলে জানি না।।
কি রতি কি বল মতি বন্ধু বিনে নাই সে গতি
জ্বলন্ত অনল নিবে না।।
হৃদয় পিঞ্জিরায় পাখি হৃদয়ে বান্ধিয়া রাখি
ছুটিলে পাখি ধরা দিবে না।।
ভাইবে রাধারমণ বলে দেখা গো তোমরা সকলে
বিষম কালি ধুইলে ছুটে না।।

[পূর্বরাগ]