ও শ্যাম তোরে করি মানা তুমি-মোহন বাঁশি আর বাজাইও না

ও শ্যাম তোরে করি মানা তুমি- মোহন বাঁশি আর বাজাইও না।। ধু।।
বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
ওরে শ্যাম কালিয়া সোনা;
তুমি পুরুষ কুলে জন্ম নিয়া নারীর বেদন জান না৷
বন্ধুরে রাত্র না নিশাকালে বাজাও বাঁশি রাধা বলে
অভাগিনীর প্রাণে সহে না- ঘুমের ঘোরে চমকিয়া উঠি-
কান্দিয়া ভিজাইয়া ফুল বিছানা৷
বন্ধুরে হীন রাধারমণ বলে আজিকু যমুনার জলে
দেখা দিও কালিয়া সোনা,
দেখা যদি নাহি দেও এ প্ৰাণ আর রাখবো না।।

[পূর্বরাগ]