অবলার কুলমান সই গো কেমনে রাখি

অবলার কুলমান সই গো কেমনে রাখি।।
সময় না জানিয়ে বাঁশি বাজায় কালশশী
এগো নামকুল সবই দিলাম আর কি আছে বাকি।।
যখন শ্যামে বাজায় বাঁশি তখন আমি রহি বসি
শাশুড়ি ননদী ঘরে বাইর হইতে না পারি।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
বিধি যদি পাখা দিত উইড়ে যাইতাম আমি।।

[পূর্বরাগ]