অবলার মনেরি আনল গো সখী

অবলার মনেরি আনল গো সখী
নিবাইলে নিবে নারে।।
প্ৰেমশেল পশিলে গো বুক বাইরে আসে না৷
যতই টানি ততই বিন্ধে কাটা খসাইলে খসে নারে।।
শাশুড়ি ননদী গো বৈরী সদায় দেয় গঞ্জনা
যারে দেখবার সাধ ছিল গো সখী
তারে দেখতে মানা রে৷
গুসাই রাধারমণ গো বলেন পিরিতের নিশানা।।
যার লাগি দুষি হইলাম
আমি তারে তো পাইলাম না।।

[পূর্বরাগ]