অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে

কলির জীবের সুদিন আসিয়াছে
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে।।
নবদ্বীপ আর শান্তিপুরে প্রেমের হাট বইসাছে৷
হাটের রাজা শ্ৰীগৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গোপাঙ্গ
হরি সংকীর্তন রঙ্গ যুগ ধর্ম আনিয়াছে।।
শুনে নামের ধ্বনি সুরধ্বনী উজান চলিয়াছে
প্ৰেম মহাজন নিত্যানন্দ প্রেমের জাতক ভক্তবৃন্দ
সঙ্গে স্বরূপ রামানন্দ আনন্দে মেতেছে।।
শ্ৰীবাসের আঙিনায় বেচাকিনি লেগেছে।।
চতুঃষষ্টি মূল দোকানদার কত লক্ষ কোটি পাইকার
দেশে দেশে করেছে বেপার প্রেমের খনি খুলিয়াছে।।
শ্ৰী রাধারমণে বলে বিনামূল্যে প্ৰেমধন যেচে দিতেছে৷

[গৌরপদ]