ওগো দরদী নাই এ সংসারে

ওগো দরদী নাই এ সংসারে
আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে।।
আত্মীয় বন্ধু যতই ছিল সবা রহিল দূরে
সকলে মন্ত্রণা করে ডুবাইতে আমারে।।
দেশবেশ যতই ছিল সবে ভিন্ন বাসে
এমন দরদী নাই, থাকি কার আশে।।
রাধারমণ বাউল বলে ঝুরে দুই নয়নে
যথায় বন্ধু তথায় যাইমু ছাই দিয়া কুল মানে।।

[প্রার্থনা]