ঐ বাজে কুলনাশার বাঁশি

ঐ বাজে কুলনাশার বাঁশি নিরলে বসি গো।। ধু।।
বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো।। চি।।
প্ৰাণসই সখী গো অবলা কুলের কুলটা
উন্মাদিনী বাঁশির মিঠা জলের ছলে চল গো প্ৰেয়সী।। ১।।
শীতিল কদম্ব মূলে ডাকে বাঁশি রাধা বৈলে
চল সবে শ্যামকে হেরে আসি গো৷২।।
প্ৰাণসই সখী গো ছাই দিয়াছি মানের মুখে
যে বলৌক সে বলৌক লোকে
বাঁশী মোরে করিয়াছে পিপাসী।। ৩।।
মনপ্ৰাণ গিয়াছে যার কাছে সে বিনে কি প্ৰাণ বাঁচে
রাধারমণ বলে কৃষ্ণ অভিলাষী।। ৪।।

[পূর্বরাগ]