ঐ ছিল কর্মের লেখা রে জোখা

ঐ ছিল কর্মের লেখা রে জোখা ঐ ছিল কর্মের লেখা
প্ৰেমময়ী মরণ আমার জীবনে আর কি হবে দেখা৷
অক্রুরের রথে গেলায় মথুরা যে রাইকে ফেলিয়া একা৷
সেই অবধি প্ৰাণে ধৈর্য নাহি মানে কেনে হইলাম বোকা
কদম্বের তলে বাঁশিটি বাজাইয়ে হইয়ে ত্ৰিভঙ্গী বাঁকা
ননদীকে বলে জল আনিবার ছলে করিও আমায় দেখা
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা আর নি পাই রাইয়ার দেখা
তাহারি চরণে আমার পরানে রহিল প্রেমের রেখা।।

[বিরহ]