ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি

ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি গো সজনী।। ধু।।
কি জানি কি সন্ধানে হরিয়া লয় পরানী।। চি।।
বাঁশি নয় গো সুধানিধি তারে কেমনে গড়িল বিধি
শ্যামের বাঁশির মাঝে আছে কি মোহিনী গো।। ১।।
বাঁশিতে ভরিয়া মধু ঘরের বাহির কৈরে গো কুলবধূ
মনপ্ৰাণ লইয়া করে টানাটানি।। ২।।
শ্ৰীরাধারমণের বাঁশি বাঁশির কাছে গেলে বাঁচে প্ৰাণী
মন্দ বলৌক লোকে করৌক কানাকানি।। ৩।।

[পূর্বরাগ]