অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই

অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই
আমার মন মজিল কইগো, আমার মন মজিল কই৷
লোকের কাছে করি বড়াই, আমার মত প্রেমিক আর নাই
প্রেমিক জানিলে গোঁসাই, ঐ নাম আমি কত লই৷
সর্ব অঙ্গে তিলক করে, নামের মালা গলে পরে
আমার অন্তরে বলে না হরি, তুলসীর তলে পড়ে রই৷
ভেবে রাধারমণ বলে, মন রে তুই রইলে ভুলে,
আমি যে নাম নিয়ে আইলাম ভাবে
সেই নাম আমার রইল কই৷

[প্রার্থনা]