অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে।। ধু।।
নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে।। চি।।
ব্রজলীলা সাঙ্গ কইরে রসরাজ হইলেন গৌরাঙ্গ হে
রাধাভাবের প্ৰেমতরঙ্গ নদিয়ে আসিয়াছে।। ১।।
পূর্বরাগে মেঘ সাজিল, বারি পূর্বদিকে বরষিল হে
প্ৰেমজলে জগৎ ভাসাইল বাকি কে আছে।। ২।।
রাধা নামে বাদাম দিয়ে কৃষ্ণ নামের সাইর গাইয়ে হে
চলছে বহিয়ে রসিক নাইয়ে রাধারমণ বৈসে রইয়েছে।।

[গৌরপদ]


[এই গানের সাথে “রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে” কিছুটা মিল থাকলেও কথায় পার্থক্য রয়েছে]