ওরে আর কি গো মনে মনে

ওরে আর কি গো মনে মনে
আর কত দিন কালার পিরিত রাখি গোপনে।।
আর গোকুল নগরের মাঝে
শ্যামকলঙ্কী নামটি আমার কে না জানে।।
ওরে বলুক বলুক লোকে মন্দ যার যত ছিল মনে
আর বাঁশি বাজাব প্রেমেরি সুরে
কোকিল কোকিলা তারা আইছন গো বনে।।
ওরে প্ৰেম শিখাইল মাইর খাওয়াইল
মোটা রাখল জগতে
নবগুণ বাঁশির টানে আমারে লইয়া চল বন্ধু যেখানে
আর কুলমান লজ্জাভরম সব দিলাম তোর চরণে।।
আর ভাবিয়া রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
ওরে পিরিত করি ছাইড়া যাইতে ধারা বহে দুই নয়নে৷

[বিরহ]