ওরে ও রসিক সুজন

ওরে ও রসিক সুজন নাইয়া ভবসাগর পাড়ি দেও রে
বেলা যায় গইয়া।। ধু।।
বেলা গেলে বিপদ হবে পন্থ আন্ধারিয়া-
আগে ভাগে পাড়ি ধরো মাঝি মাল্লা বুঝাইয়া৷
আসিতে আসিয়াছিলে বোপারের মূল লইয়া
লোকসান গিয়া কত রইছে দেখ্ছো নি তলাইয়া
সাবধানে চালাইও তরী বাদাম তুলিয়া-
কাম কুম্ভীর পথে মাঝে রইছে ওৎ পাতিয়া
সময় চিনিয়া পাড়ি ধরিয়া যাইবে পার হইয়া
অসময়ে পাড়ি ধরলে মরিবে ডুবিয়া
ছয় জনে ডাকাতি করি নিবে মাল লুটিয়া
সে সময় দিশা পাবে না ভাবিয়া চিন্তিয়া৷
ডাকাতে ডাকাতি করবে রইলে বসিয়া
সময় থাকতে চলো মন ভাবিয়া চিন্তিয়া৷
না ভাবিলে মারা যাবে বিপাকে ঠেকিয়া
সহায়কারী নাহি পাবে সুরসার করিয়া৷
ভাবিয়া রাধারমণ বলে গুরু দিশা হইয়া
আমারে তরাইয়া লইও অধম জানিয়া৷

[প্রার্থনা]