অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে

অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে
এগো ভক্তিভাবে লাগোও পালা যে কোন সন্ধানে।।
ছয় ইন্দুরায় ভিটার মাটি কুড়ে রাত্র দিনে
এগো মাড়ইশ পালা যাহা ছিল সবেই খাইল ঘুণে।।
ছুটিল লাহুতের নদী কমতি হইল বল
বত্ৰিশ বান্দের ঘরখানি এক দিনে খসিবে।।
ভাইবে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
আমার হবে না মানব জনম ভাঙলে মাথা পাষাণে৷

[দেহতত্ত্ব]