পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই

পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই৷
বলিয়া দে গো চন্দ্রাবলী রাধার কুঞ্জে যাই।।
নিত্য নিত্য চুরি করি তোমার কুঞ্জে আই-
তোমার মতন রূপেগুণে আর কি মানুষ নাই৷
চন্দ্ৰাবলী হস্তে ধরি বলিলা কানাই
চন্দ্রাবলী বিনে কৃষ্ণের আর তো লক্ষ্য নাই৷
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনী রাই
মুরলি বাজাইয়া কুঞ্জে চলিলা কানাই।।

[খণ্ডিতা]