প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান

প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিল মনপ্ৰাণ।। ধু।।
সখী রে কি মধুর পর্শিল কানে অধৰ্য হইয়াছে প্ৰাণ বাঁশির গানে
বাঁশি অন্তরে প্রবেশি আমার মন করিয়াছে উদাসী
সখী বিষামৃত একত্রে মিলন মন্দ মন্দ সুতানে করছে দাহন৷
আমি রৈতে নারি ঘরে পাগলিনী বাঁশির স্বরে
বাঁশির ধ্বনি উন্মাদিনী না যায় রাখা কুলমান।। ২।।
সখী রে বাঁশির ধ্বনি বিষম লেঠা অবলা কুলের কুলটা
শ্যামের বাঁশি বেরাজাল কুলবধূর হইল কাল
শ্ৰীরাধারমণে ভনে শ্যামকে পাইলে দিতাম যৌবন দান।। ৩।।

[পূর্বরাগ, তাল-লোভা]