প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া

প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া
ধরা গো ধর গো তারে চোরা যায় পলাইয়া।।
মাইরো না গো ঐ চোরারে বাঁশি লিও কাড়িয়া
পন্থের মধ্যে ব’কা ঝুরি সব সখী মিলিয়া৷
বাইন্দা আন ঐ চোরারে রাধার বসন দিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
তে রাধার প্ৰেমে বান্ধা চিকন কালিয়া।

[খণ্ডিতা]