প্ৰেম করি ডুবিলাম গো সই মনে বিষম জ্বালা

প্ৰেম করি ডুবিলাম গো সই মনে বিষম জ্বালা
দেখা দেয় না প্রাণনাথ শ্যামচাঁদ কালা।।
তার নয়নে অঞ্জন আঁকা রূপ লাগিয়াছে স্বপনে
চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে।।
ভুবন মোহন শ্যাম নটাবর রূপ লাগিয়াছে নয়নে
বিবাগী করেছে আমায় সেই প্রেমের মহাজনে৷
বন্ধু আমার সোনাচান তার লাগি হারাইলাম মান
রাধারমণ কয় মনের আশা পাই যে নরে শ্যামকাল।।