প্ৰেম করিয়া প্ৰাণে আমায়

প্ৰেম করিয়া প্ৰাণে আমায় কান্দাইলায় গো বিনোদিনী রাই
কোন কথা আছেনি তোমার মনে।। ধু।।
রাইগো- তোমার কথা মনে হইল বুক ভাসে নয়ন জলে গো
এগো তিলেকমাত্র না দেখিলে বাঁচি না পরানে গো
রাইগো- ভাইবে রাধারমণ বলে ঠেকছি বিষম মায়াজালে গো
এগো এ জাল কাটিয়ে আমি যাবো কোনখানে গো।।

[বিরহ]