প্ৰেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার

প্ৰেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার
যে প্রেমেতে বান্ধা কৃষ্ণ রসময়।। ধু।।
ব্ৰহ্মা শিব আদি ভাবে নিরবধি
মুনি ঋষির ধ্যানগম্য নয়।। চি।।
ভক্তি নদী লইয়ে প্ৰেম পারাবার
বিপরীত রীতি সে দেশের বাজার৷
চোর না হইলে কি চোরের সঙ্গে দেখা হয়৷
ভব পারিবারে যে জন ডুবেছে
প্ৰেম সিন্ধু পার সেই সে গিয়াছে
সংসারের সুখ দুঃখ ভুগিয়াছি
কৃষ্ণরস পানে কৃষ্ণ সুখময়৷
সাধু প্ৰেম ভক্তি গোপ গোপিকার
কৈল প্রেম যশোদার বন্ধন স্বীকার
কোন প্ৰেমেতে হরি নন্দের বাধা রয়৷
সখ্য ভাবে সখা স্কন্ধে আরোহণ
প্রেমের কারণে উচ্ছিষ্ট ভক্ষণ
কোন্ প্ৰেমে শ্ৰীরাধার চরণ সাধন
তবু প্ৰেমে ঋণী রাধারমণ কয়৷

[প্রার্থনা]