প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে

প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে,
প্ৰেম সরোবরে নামিলে ধরব বুকে নিদয়া কুম্ভীরে।। ধু।।
এমন নির্মল জল ঝল্মল্ করে গো সই ঝল্মল্ করে,
এগো মনে লয় মরিয়া যাইতাম ঝম্প দিয়া জলে,
বন্ধের লাগি ভাবতে ভাবতে রসনা ভিজল জলে,
মনে লয় মজিয়া রহিতাম চরণ কমলে৷
ভাবিয়া রাধারমণ বলে আশা ছিল মনে,
জিতে না পুরিল আশা মরিলে যেন পুরে।।

[সহজিয়া]