প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে

প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে
সেই পিরিতি নিত্যি গঙ্গার জল গো প্ৰাণ সই৷
যখন আমি ডাকি বন্ধু বন্ধু পার কইরা দাও ভবসিন্ধু
বন্ধের মনে ডুবাইবার বাসনা।।
এখন কলসী বান্দিয়া গলে ঝাঁপ দিব যমুনার জলে
কলসী ভাসাইয়া নিব স্রোতে৷
যদি বন্ধু আপনি হইত স্রোতের কলসী আনিয়া দিত
পরান বন্ধে বইসা রঙ্গ চায়।।