রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে।। ধু।।
নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে৷ চি৷
গৌরাঙ্গ প্রেমসিন্ধু মাঝে ভাবের বন্যা লাগিয়াছে৷
শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ গৌর প্রেমে মাতিয়াছে।।
শ্ৰীগৌরাঙ্গ প্ৰেম সলিলে রূপ সনাতন ডুবেছে৷
তীরে বৈসে হরিদাস প্রেমের লহর গনতেছে৷
শ্ৰীরাধারমণে বলে যে জন প্রেমে মইজেছে৷
জন্মমৃত্যু কৈরে বারণ ব্রজধামে চইলেছে।।


[এই গানের সাথে “অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে” কিছুটা মিল থাকলেও কথায় পার্থক্য রয়েছে]