রাধার দুঃখে জনম গেল গো

রাধার দুঃখে জনম গেল গো
কাজ কি জীবনে আমার।।
পরকে আপনা জানি সারা করিলাম ব্রজের হরি
মনে করি দিয়াছি সাতার৷
কণ্ঠাগত হইল প্ৰাণি জীবনের আর কতই বাকি
মইলে আশা পুরব নি আমার।।
ভাবিয়া রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
উপযুক্ত না হইলাম সেবার।।

[বিরহ]