রাধার প্রেমসিন্ধু মাঝে রসে মাইজে কালাচান্দ

রাধার প্রেমাসিন্ধু মাঝে রসে মাইজে কালাচান্দ নবীন গৌরা।। ধু।।
কামানুগা রসের গতি পঞ্চরতি ভেদ করিয়ে সাধন করা৷
রাগের চব্বিশ গুরু কল্পতরু বেদবিধি সিদ্ধান্ত ছাড়া।। ১।।
দৈবযোগে নিশাকালে সুযোগ পাইয়ে নিসবিকায়ে নেহার কড়া৷
হইয়ে মড়ার মত ধীর শান্ত কালভুজঙ্গের লেঞ্জে ধরা।। ২।।
ভুজঙ্গের মাথে মণি চিন্তামণি মণির সুধা মূলে ধরা৷
রাধারমণ বলে সুধাপানে ক্ষুধাতৃষ্ণা বারণ করা।। ৩।।

[সহজিয়া, তাল-খেমটা, রাগ-মনোহর সাই]