রাখে গো তোর প্ৰেমঋণে

রাখে গো তোর প্ৰেমঋণে ঋণী হইয়ে আছি গো
তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি।।
শুধিতে মধুর প্ৰেমঋণ হয়েছি দুর্দিনের অধীন
কত দিনে আমি তোমার প্রেমের অভিলাষী।।
অঙ্গে শোভে নামাবলি কাধে শোভে ভিক্ষার ঝুলি
লইব করঙ্গ হাতে সাজিব যোগিনী
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা সকলে
এগো মরণ সময় নাম শুনাইও দুই কৰ্ণমূলে।।

[পূর্বরাগ]