রঙ্গে রাঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া

রঙ্গে রঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া
নাইয়া নৌকা লাগাও বন্ধের ঘাটে।। ধু।।
নুতন বরিষার জল ঘাটে বা বেঘাটে
সামনে চালাইলায় তরী না চাইলায় ফিরিয়া
দিন গেল বেলা নাই বিপদ নিকটে৷
রাগ ভাঙ্গা তরীখানি বাইনে বাইনে টুটে
সকালে কিনারা লও ভয়ে প্রাণ ফাটে
রমণী ভরসা লতার মূলে যাইবে কেটে৷
মহাজনের নৌকাখানি মহাজনের মাল
মহাজনে লাইবো হিসাব ঠেকাবায় পরকাল
ওরে রাধারমণ মূলধন হারা সংকট নিকটে।।

[প্রার্থনা]