রূপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায়

রূপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায়
সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায়
তারা বল সখীগণ চিন্তা কেমনে হয় কারণ
চিন্তা রোগের ওষুধ কই
করো অন্বেষণ, ত্বরাই করিয়ে আন
ঔষধ নহিলে প্ৰাণী যায়
একদিন জলের ছায় কি রূপ দেখলাম হায়
পুর্ণিমার চন্দ্ৰ যেন প্ৰবেশিল গায়
সেই অবধি আমার নিত্য ধরে চিত্ত সর্বদায়
রাধারমণ বলে আমার মরণ কালে
কৃষ্ণ নামটি লেইখা কপালে আমার
বিমল চন্দন তুলসী দিয়া পুজিব রাধার রাঙা পায়৷

[পূর্বরাগ]