শুন ওরে মন বলি রে তোরে

শুন ওরে মন বলি রে তোরে
হরি হরি বল বদন ভরে
মন রে ভূমাপনা বলিছ যারে
দেখিনি আপনা এ সংসারে৷
আসিলে শমন নিবেরে ধরে
শ্ৰী পুত্ৰ বান্ধব রহিবে পড়ে৷
ধনে আর মানে কূলে কি করে
সকলি সমান যমের পুরে৷
যে তনু যতন করা সাদরে
অনলে পুড়িয়ে কি ভাসিবে নীরে৷
হরি হরি বল ও রসনারে
শ্ৰীরাধারমণ পড়িল ফেরে।।

[প্রার্থনা]