শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়

শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
কোথায় রহিয়াছ বন্ধু দেখা দেও আমায়।।
শ্যাম বিচ্ছেদের এত জ্বালা করি কি উপায়
ছদ্মবেশে ছায়ারূপে দেও দেখা আমায়।।
শাশুড়ি ননদী ঘরে সদায় জ্বালায়
তারো সাথে পরিপূর্ণ তুমি সে দিলায়।।
ভাইবে রাধারমণ বলে শুনগো ধনি রাই
ঐ দেখো গো মনোচোরা কদম্বডাল বায়।।

[পূর্বরাগ]