শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে

শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে৷
আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে৷
সরলাসুন্দরী জেনে মোহন মুররীর গানে গো
আমি প্ৰাণ তার চরণে মজিলাম প্রেমেতে৷
কুল গেল মান গেল৷ কৃষ্ণপ্রেমে এই করিল গো
শ্যাম কলঙ্কী নামটি আমার জগতে।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে গো
আমায় আইনে দেখাও প্ৰাণবন্ধুরে
মরিব এখানে গো ও ললিতে।।

[বিরহ]