শ্যামচান্দ কলঙ্কের হাটে কেউ যাইও না সই

শ্যামচান্দ কলঙ্কের হাটে কেউ যাইও না সই
পিরিত সুখ মিলে না সেথা সুখ নাই কলঙ্ক বই।। ধু।।
তোরে দেখি শ্যামচান্দ যাইবগি রে থই
চলি গেলে শ্যামচান্দ পিরিত রইব কই।।
প্ৰেমবাজারে ছয়জনা আপনা নয় পর বই
তুই যে যাইবে প্রেমের টানে ছয়জন যাইব উল্টা লই।।
প্ৰেমবাজারে যাইও না রে শ্যামনামের কিরা থাই
শ্যামের নাম লই না মুখে নিদ্রা যাই শ্যাম লই।।
ভাবিয়া রাধারমণ বলে ঘুমাই শ্যাম কোলে লই।।
জাগিয়া না পাই তারে শ্যাম কই আর আমি কই।।

[বিরহ]